বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি, চাঁদপুর 
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

loading/img

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়নের পশ্চিম সেকদি শাহ আলম পাটওয়ারীর এবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত মো. রেদওয়ান রাজা (৪৯) একই ইউনিয়নের বাগাদী গ্রামের রাজা বাড়ির মৃত নুর মোহাম্মদ রাজার ছেলে। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

মৃত রেদওয়ানের ছোট ভাই খোরশেদ আলম বলেন, দুপুরে ঘটনাস্থল থেকে লোকজন বাগাদী চৌরাস্তার সামনে তার দোকানে আহত রেদওয়ানকে নিয়ে আসে। সেখান থেকে তাকে দ্রুত সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে রেদওয়ানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করলে, যাওয়ার পথে তার মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। দুর্ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যুর মামলা হবে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)-এর কাছে আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর