শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ১১:৪০ এএম

শেয়ার করুন:

loading/img

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

খুলনায় ঈদের জামাতে মুসল্লিদের উপচে পড়া ভিড়

জামাতে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার টাঙ্গাইলের উপপরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা জামায়াতে আমির আহসান হাবীব মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেয়।

thumbnail_IMG_20250331_111204

জামাতে ইমামতি করেন- টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন