বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

নেত্রকোনায় খামারির ফাঁদে ধরা পড়ল মেছোবাঘের বাচ্চা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় খামারির ফাঁদে ধরা পড়ল মেছোবাঘের বাচ্চা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক খামারি ফাঁদ পেতে একটি মেছো বাঘের বাচ্চা আটক করেছেন। শুক্রবার (৪ এপ্রিল) ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার পাচুড়া গ্রামের শেখ জামালের হাঁসের খামার থেকে মেছোবাঘের বাচ্চাটি আটক করা হয়।  

বাঘের বাচ্চাটির উচ্চতা প্রায় দুই ফুট, লম্বায় তিন ফুট। সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমণ্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর। এটি দেখার জন্য লোকজন ভিড় জমিয়েছে।


বিজ্ঞাপন


কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, একটি হাঁসের খামার থেকে মেছো বাঘের বাচ্চা আটকের খবর পেয়েছি। বন-জঙ্গলে হয়তো খাবার না পেয়ে বাঘের বাচ্চাটি লোকালয়ে চলে এসেছে। প্রাণীটিকে অবমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা, থানা-পুলিশ ও জেলা বন বিভাগ সূত্রে জানা যায়, পাচুড়া গ্রামের বাসিন্দা শেখ জামালের খামার থেকে গত দুই মাসের মধ্যে কিছু দিন পরপর রাতে খামারে দু’টি থেকে পাঁচটি করে হাঁস কমতে থাকে। তিনি খামারের বেড়ার চারদিকে জাল দিয়ে রাখেন। এতেও কাজ হয়নি। সম্প্রতি তিনি কলমাকান্দা থেকে লোহার তৈরি ফাঁদসহ একটি খাঁচা বানিয়ে আনেন। খাঁচাটির ভেতর একটি হাঁস রেখে রাতে খামারের এক পাশে রাখা হয়। ইতিমধ্যে দু’টি শেয়াল ওই ফাঁদে আটকা পড়ে। পরে অবশ্য এ প্রাণীগুলোকে ছেড়ে দেওয়া হয়। আজ শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে ওই ফাঁদে একটি মেছো বাঘের বাচ্চা ধরা পড়ে। খবর পেয়ে সকাল থেকে উৎসুক লোকজন বাঘের বাচ্চাটি দেখতে ওই খামারির বাড়িতে এসে ভিড় জমাচ্ছে। 

নেত্রকোনা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক প্রধান ও বন্য প্রাণী গবেষক মো. নুরুল বাসেত জানান, মেছো বাঘ বিড়ালজাতীয় প্রাণী। দেখতে অনেকটা বাঘের মতো হওয়ায় - মেছো বাঘ নামে পরিচিত। এগুলো হাওর, জলাশয় ও জলাভূমির আশপাশের ঝোপঝাড়, নির্জন কবরস্থানের ঝোপঝাড় ও বাঁশঝাড়ে আবাস গড়ে। এসব স্থানেই চলাফেরা ও বাচ্চা প্রসব করে।

কখনও ধানক্ষেতে, সবজিক্ষেতে বা কখনও বাড়ির পরিত্যক্ত ঘরের কোণে আশ্রয় নেয়। জলাশয়ের দুর্বল ও রোগাক্রান্ত মাছ শিকার করে খায়। ধানক্ষেতের জন্য ক্ষতিকর ইঁদুর শিকার করে। ফসল বাঁচায়। কৃষকের উপকার করে। কিন্তু জলবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়, ঝোপঝাড় উজাড়, জনবসতির সম্প্রসারণের ফলে প্রাণীটির আবাসস্থল সংকুচিত হয়ে পড়েছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থাগুলোর সংগঠন আইইউসিএন মেছো বাঘকে সংকটাপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর