জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ‘ঈদ উপহার’ দিয়েছেন বিএনপি নেতা মো. আব্দুল করিম সরকার।
রোববার (৩০ মার্চ) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ মিলনায়তনে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মাঝে ঈদ উপহার দেওয়া হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ বি সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন - কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও বিএনপি নেতা মো. আব্দুল করিম সরকার।
প্রতিনিধি/ এমইউ