মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।
রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামের পূর্বপাড়া ঈদগাহ মাঠে এই নামাজ আদায় করা হয়।
বিজ্ঞাপন
ঈদুল ফিতরের এ নামাজে ইমামতি করেন - লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ইসলামপুর গ্রামের মাওলানা লাইলাতুল কদর ইবনে আখির উদ্দিন।
এ সময় নির্বিঘ্নে ঈদ উৎযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা। সশরীরে উপস্থিত ছিলেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাফুজার রহমান মাফু। এই গ্রামের আহলে হাদীস ( সহিহ হাদিস) সম্প্রদায়ের নারী-পুরুষ ঈদগাহ মাঠে হাজির হয়ে উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করে ঈদ উদযাপন করছেন।
মাওলানা লাইলাতুল কদর ইবনে আখির উদ্দিন বলেন, মধ্যপ্রাচ্যের ৫৪টি দেশের সঙ্গে মিল রেখে আমরা রোজা রাখি এবং ঈদের নামাজ আদায় করি। দুই রাকাত ঈদের নামাজ আমরা ১২ তাকবিরের সঙ্গে আদায় করি। এছাড়া খুতবা আরবি ও নিজ ভাষায় পেশ করে থাকি।
প্রতিনিধি/ এমইউ