বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নওগাঁয় তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

নওগাঁর মহাদেবপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেড় সহস্রাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষকদলের আয়োজনে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


প্রধান অতিথি হিসেবে এসব ঈদ উপহার বিতরণ করেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ফজলে হুদা বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন - উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্য ফজলে হুদা বাবুল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় আমাদের অনেক নেতা-কর্মী জেল খেটেছে। অনেকে চাকরি হারিয়েছে। এত অত্যাচার নির্যাতনের পরও বেগম খালেদা কখনও অন্যায়ের সঙ্গে আপস করেননি। শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের আদর্শই আমাদের আদর্শ।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতি বছর ঈদ উপহার বিতরণ করে থাকি। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন