বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

দুই হাজার শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ করল নোয়াখালী শিবির

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

loading/img

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মাসব্যাপী কুরআন বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এ সময় ২ হাজার শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে শিবিরের শহর শাখার অফিসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণের সময় এসব কথা বলেন নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান।


বিজ্ঞাপন


ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান বলেন, ‘রমাদান হলো কুরআন নাজিলের মাস। এই পবিত্র মাসে আমাদের কুরআন শিখার এবং বুঝার প্রতি গুরুত্ব দেওয়া উচিত, এবং কুরআনের আলো সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আমাদের এই উদ্যোগের মাধ্যমে মানুষ কুরআন অধ্যয়নে উৎসাহিত হবে এবং ইসলামের সুমহান বার্তা তাদের জীবনে বাস্তবায়নের প্রেরণা পাবে।’

তিনি আরও বলেন, ‘এই কর্মসূচির আওতায় ২ হাজার সাধারণ ছাত্রদের মাঝে কুরআন বিতরণ করা হয়েছে। পাশাপাশি, কুরআন পড়ার গুরুত্ব ও তা থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে।’

তিনি বিশ্বাস করেন যে, এই উদ্যোগ সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে এবং মানুষ কুরআনের পথনির্দেশনা অনুসরণ করে নিজেদের জীবন গঠন করবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন