পিরোজপুরের মঠবাড়িয়া ধানখেত থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটি উপজেলার সাপলেজা ইউনিয়নের বাদুরতলী গ্রামের মনির আকনের ছেলে ইমরান হোসেন ধলু (১৫)।
শনিবার (২৯ মার্চ) সকালে স্থানীয়রা বাড়ির কাছাকাছি ধানক্ষেতে ইমরানের নিথর দেহটি পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে থানা পুলিশের খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
বিজ্ঞাপন
পরিবার সূত্রে জানা যায়, ভোরে সাহরি করার সময় তাকে ঘরে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবার। পরবর্তীতে সকালে তার লাশ ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন।
স্থানীয়রা জানান, ইমরানের মা-বাবার মধ্যে পারিবারিক কলহ চলমান ছিল।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি। তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে তদন্ত শেষে বলা যাবে মৃত্যুর কারণ। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস