ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং গাজাবাসীদের আহ্বানে সাড়া দিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।
রোববার (৬ এপ্রিল) রাতে ‘নো ওয়ার্ক’ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন।
বিজ্ঞাপন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ ও গণহত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি সংহতি সমাবেশেরও ডাক দিয়েছে শিক্ষক সমিতি। একইসঙ্গে গাজার মানুষের আহ্বানে সাড়া দিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করবে জবিশিস।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, গাজায় মুসলমানদের ওপর এ বর্বরোচিত হামলা সহ্য করা যায় না। গাজায় প্রতিদিনই মানবতা রক্তাক্ত হচ্ছে। রাফা এখন এক উন্মুক্ত কবরস্থান। শিক্ষক সমিতি আগামীকাল ‘নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করবে। গাজাবাসীর প্রতি সহমর্মিতা ও সমর্থন জানিয়ে আমরা এ কর্মসূচি দিয়েছি।
তিনি আরও বলেন, এই মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া এখন সময়ের দাবি। বিশ্ববিদ্যালয় পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি গাজাবাসীদের আহ্বানে সাড়া দিয়ে আগামীকাল জগন্নাথে নো-ওয়ার্ক কর্মসূচির ডাক দিচ্ছি। প্রশাসনকে এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি। সকল শিক্ষককে ক্লাস নেওয়া থেকে এবং সকল শিক্ষার্থীকে ক্লাস করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।
প্রতিনিধি/এফএ