শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

তারাবি শেষ করে মসজিদে আত্মহত্যা করলেন বৃদ্ধ

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img

ভোলার চরফ্যাশনে তারাবি নামাজ শেষ করে মসজিদের দ্বিতীয় তলার ছাদে উঠে পিলারের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মোতাহার হোসেন নামের ষাটোর্ধ এক বৃদ্ধ।

শনিবার (২৯ মার্চ) ভোররাতে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে গিয়ে মোতাহার হোসেনের মরদেহটি পিলারের সঙ্গে ঝুলতে দেখেন।


বিজ্ঞাপন


চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত মোতাহার হোসেন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার রাতে মোতাহার হোসেন বাড়ি থেকে বের হয়ে কুতুবগঞ্জ বাজার জামে মসজিদে তারাবি নামাজ পড়তে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেন, মোতাহার হোসেনের মরদেহ মসজিদের দ্বিতীয় তলার ছাদে পিলারের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঢাকা মেইলকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন অনুযায়ী ধারণা করছি মোতাহার হোসেন আত্মহত্যা করেছেন। তবে, তিনি কি কারনে আত্মহত্যা করেছেন তা তাঁর পরিবারও বুঝে উঠতে পারছে না। মোতাহার হোসেনের মৃত নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub