রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ছাদ থেকে পড়ে বুয়েটের সাবেক শিক্ষার্থীর মৃত্যু 

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজশাহীতে বাসার সাত তলা ছাদের ওপর থেকে সড়কে পড়ে বুয়েটের সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

রোববার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে নগরীর কাজলা ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সন্ধ্যায় আরএমপির মতিহার থানার ওসি (তদন্ত) সুমন কাদেরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম মোছা. ফারিহা নাজনিন রিস্তা (৩০)। তিনি ওই এলাকার মো. নুরুল আফছারের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রিস্তা বুয়েট থেকে অনার্স কমপ্লিট করে আমেরিকাতে গিয়ে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর আমেরিকাতেই চাকরি করতেন। আমেরিকাতে তার স্বামীর সঙ্গে বসবাস করতেন তিনি। প্রায় আট মাস আগে আমেরিকা থেকে দেশে আসেন। 
এরপর তার মা এবং ছোট বোনের সঙ্গে রাজশাহী নগরীর কাজলা ঘোষপাড়া এলাকায় সাত তলা ফ্লাটের বাসাটিতে বসবাস করছিলেন। রোববার তিনি বাসার ছাদ থেকে পাশের সড়কে পড়ে যান। এ সময় রক্তাক্ত ও জখম হন তিনি। এরপর ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

আরএমপির মতিহার থানার ওসি (তদন্ত) সুমন কাদেরী বলেন, ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডাক্তারের চিকিৎসা গ্রহণ করতেন তিনি। তাকে কেউ ছাদ থেকে ফেলে দেয়নি, তিনিই ছাদ থেকে পড়ে গেছেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন