রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে রুহুল আমিন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত রুহল আমিন চন্দিয়া নয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, রুহুল আমিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী আনিসুর রহমানের পরিবারের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারবাহিকতায় রোববার বিকেলে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর