বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

কালীদহ সাগরে বারণী স্নান

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

শেরপুরের শ্রীবরদী উপজেলার কালীদহ সাগরের তীর্থস্নান ঘাটে সনাতন ধর্মপ্রাণ লোকদের উৎসব বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর থেকে ‘মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি নক্ষত্র যোগে’ কালীদহ সাগরে তীর্থস্নান ঘাটে শেরপুর ও জামালপুর থেকে পুণ্যার্থীদের আগমন ঘটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্ত-পুণ্যার্থীতে পরিপূর্ণ হয়ে যায় সাগরপাড়।


বিজ্ঞাপন


সনাতন ধর্ম মতে, পাপ মোচনের আশায় মন্ত্রপাঠ করে নদীতে স্নান করতে সমবেত হন পুণ্যার্থীরা। পরে পাড়ে বসে থাকা সাধু-বৈষ্ণবদের অর্থ ও খাদ্য দান করা হয়। 

মেলার আগত অনেক পুণ্যার্থীদের সেবায় দই, চিড়া, মুড়ি, ছাতু ও গুড় দেন অনেক ভক্তরা। স্নান উপলক্ষে সাগরপাড়ে ভ্রাম্যমাণ বিভিন্ন দোকান বসেছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, অনেক ইতিহাস ও গল্প-কাহিনি বিজড়িত কালীদহ সাগরে দীর্ঘ দিন ধরে এ অনুষ্ঠান হয়ে আসছে। অনুষ্ঠানে আগতদের স্থানীয়রা নিরাপত্তা প্রদান থেকে শুরু করে অন্যান্য সুবিধা দিয়ে থাকে। এটি সনাতন ধর্মের অনুষ্ঠান হলেও স্নান ও মেলার নিরাপত্তায় এলাকার সব ধর্ম-মতের মানুষ সমবেত হন। এটি সম্প্রীতির এক চমৎকার দৃষ্টান্ত হয়ে আছে।

কালীদহ সাগরে আসা পুণ্যার্থী স্থানীয় স্কুল শিক্ষক রাজীব কুমার রায় বলেন, জীবের মহামুক্তির লক্ষ্যে এই পুণ্যস্নান। এখানে নানান শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ থাকে। চন্ডীপাঠ, গীতাযজ্ঞ, মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ স্নানোৎসবের আয়োজন হয়। এখানে স্নান ও মেলার নিরাপত্তায় স্থানীয়রা ব্যাপক সহযোগিতা করে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন