সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

নীলফামারীতে ৮ ইট ভাটায় ৩৬ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০৯:৩৯ এএম

শেয়ার করুন:

loading/img

নীলফামারীর সৈয়দপুরে অবৈধ ৮টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৩৬ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

সোমবার (২৪ মার্চ) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার অবৈধ এসব ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুসারে জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


এসময় এম এ বি ব্রিকস নিয়ামতপুর, সৈয়দপুরকে ৫ লাখ টাকা, বি পি এল-২ ব্রিকস দলুয়া, কামারপুকুর, সৈয়দপুরকে ৬ লাখ টাকা, এ এস বি ব্রিকস দলুয়া, কামারপুকুর, সৈয়দপুরকে ৬ লাখ টাকা, এ স্টার বি ব্রিকস কলাবাগান, সৈয়দপুরকে ৬ লাখ টাকা, এ বি এল ব্রিকস কলাবাগান, সৈয়দপুরকে ৬ লাখ টাকা, এম বি ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা, এম বি সি ব্রিকস মুসরত ধূলিয়া, সৈয়দপুরকে ৩ লাখ টাকা, টি বি এল ব্রিকস মুসরত ধূলিয়া, সৈয়দপুরকে ৫০ হাজার টাকা।

আরও পড়ুন

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারবারির কারাদণ্ড

নীলফামারী পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, মোট ৫৩টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ৭টি ইটভাটার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র রয়েছে। বাকি ৪৬টি ইটভাটার মধ্যে ১০টি বন্ধ রয়েছে। ১২টিতে রিট রয়েছে। বাকি যেসব অবৈধ ইটভাটা রয়েছে সেগুলোতে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা পরিবেশ অধিদফতর অভিযান পরিচালনা করছি। স্কেভেটর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। পানি দিয়ে ইট পোড়ার চুল্লি নিভিয়ে দেওয়া হচ্ছে ও অর্থদণ্ড করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub