শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারবারির কারাদণ্ড

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০৯:২২ এএম

শেয়ার করুন:

loading/img

শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী, হালুয়াহাটি, কর্ণঝোড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় একজনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (২৪ মার্চ) উপজেলার বাবলাকোনা, হাড়িয়াকোনা ও বৈশা বিল এলাকায় বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক।

Mobile_court._1

অভিযানে ৭টি ড্রেজার মেশিন, বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং ২০টি বালুর মাচা ধ্বংস করা হয়।

আরও পড়ুন

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় ৫ নারী-পুরুষ আটক

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক জানান, শ্রীবরদীত তিনটি পৃথক স্থানে  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে ৭টি ড্রেজার মেশিন, বালু তোলার অন্যান্য সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং ২০টি মাচা ভাঙা হয়। একইসঙ্গে অবৈধ বালু উত্তোলনের সময় আটক একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub