সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

loading/img

মাদারীপুরের শিবচরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজেদুল ইসলাম (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শপিং কমপ্লেক্সের ফজলু সরকারের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাজেদুল ইসলাম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা খামারবালুয়া গ্রামের আব্দুল রাজ্জাক মিয়া ছেলে।


বিজ্ঞাপন


এলাকাবাসী জানান, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় একটি লোহার রড অসাবধানবশত বিদ্যুৎ সঞ্চালন মেইন তারের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজেদুল ইসলাম গুরুতর আহত হন। পরে এলাকাবাসী নির্মাণ শ্রমিক সাজেদুলকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন