শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাম পরিবর্তনে সনদ বিড়ম্বনায় গোবিপ্রবির শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, গোবিপ্রবি
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

loading/img

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নাম পরিবর্তনের পর নতুন নামে সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন। প্রশাসনের গড়িমসি ও সিদ্ধান্তহীনতার কারণে বিড়ম্বনা সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সার্টিফিকেটে পুরোনো এবং নতুন নামের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। কিছু শিক্ষার্থীকে পুরোনো নামে এবং অন্যদের নতুন নামে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা একাধিকবার আবেদন করলেও প্রশাসন স্পষ্ট নির্দেশনা দিতে পারছে না।


বিজ্ঞাপন


২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী রাসেল রাইহান বলেন, ‘নাম পরিবর্তনের পর প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে। ফলে শিক্ষার্থীরা বিপর্যস্ত।’

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সাইনুর রহমান শাহীন জানান, ‘অনলাইনে ও অন্যান্য জায়গায় সার্টিফিকেটের নামের সমস্যা হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে।’

পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম হায়দার জানান, ‘১৩ ফেব্রুয়ারির পর থেকে নতুন নামে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আগের সার্টিফিকেট পুরোনো নামে থাকবে। তবে একাডেমিক কাউন্সিলের পরবর্তী মিটিংয়ে নতুন সিদ্ধান্ত আসবে।’

ভিসি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সাথে যোগাযোগ করা হলে, তিনি ব্যস্ত থাকার কারণে মন্তব্য করতে পারেননি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন