বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভাইয়ের হাতে ভাই খুন

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img
হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়

নরসিংদীর মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই কাজল মিয়া (৫৭) নিহত হয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত কাজল মিয়া উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে বসত ভিটার সীমানা নিয়ে নিহত কাজল মিয়ার সঙ্গে তার ছোট ভাই বাদল মিয়ার বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে শুক্রবার সকালে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ছোটভাই বাদল মিয়া শাবল দিয়ে বড় ভাই কাজলের মাথায় আঘাত করে। শাবলের আঘাতে কাজল মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত কাজল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মূল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর