শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৭:১২ এএম

শেয়ার করুন:

loading/img

সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার মহেশখলা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

‘নির্বাচন বিলম্বিত করা মানে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করা’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তাহিরপুর উপজেলা থেকে মধ্যনগরের কলমাকান্দা নামক স্থানে যাওয়া পাথরের গাড়ি থেকে চাঁদা তুলে সেই চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে মহেশখলা বাজারে মধ্যনগর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তার হোসেন ও হারুন মিয়ার মধ্য তর্ক বির্তক শুরু হলে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে মুক্তার হোসেনের পক্ষের মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সজীব রহমান বলেন, পাথরের গাড়ি থেকে চাঁদার তুলার টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন