সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাটিরাঙায় ছাত্রলীগ নেতার মোটরসাইকেলে আগুন

জেলা প্রতিনিধি, খাগড়ছড়ি
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৩, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতার মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ অক্টোবর) রাতে মাটিরাঙার হর্টিকালচারের সামনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে উল্লেখ করা হয়, মাটিরাঙা পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিয়া খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখে মোটরসাইকেলযোগে মাটিরাঙাতে ফেরার সময়, খাগড়াছড়ি জেলা বিএনপি সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরীর বাড়ি সংলগ্ন মাটিরাঙা নার্সারির সামনে জিয়ার সৈনিক এক হও, খালেদা জিয়া জিন্দাবাদ স্লোগান দিয়ে এলাকার চিহ্নিত বিএনপি সন্ত্রাসীরা পারভেজ মিয়ার গাড়ি গতিরোধ করে। এরপর লাঠিপেটা করে মোটরসাইকেলটি আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অগ্নি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এ ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় উঠে। একই সঙ্গে অপরাধীদের গ্রেফতারের দাবি তোলেন নেতাকর্মীরা।

এ বিষয়ে ঘটনার দায় অস্বীকার করে মাটিরাঙা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বলেন, নিজেরাই মোটরসাইকেল পুড়িয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। এটি রাজনৈতিক অপকৌশল। মামলার নামে বিএনপি নেতাকর্মীদের ধর-পাকড়ের নিন্দা জানান তিনি।


বিজ্ঞাপন


ঘটনার সত্যতা স্বীকার করে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং আরও অনেককে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। পরে অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলছে জানিয়ে গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন