রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নওগাঁয় ভুয়া ডাক্তারকে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

loading/img

নওগাঁর সাপাহার উপজেলায় নিজের ক্লিনিকে ডাক্তার পদবি ব্যাবহার করে রোগী দেখে যাচ্ছিলেন ইউনুস আলী (৩৬)। পরে খবর ওই ক্লিনিকে অভিযান চালিয়ে এ ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোডাউন পাড়া সাথী সেবা ক্লিনিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন ।


বিজ্ঞাপন


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন জানান, গোপন সংবাদে ডাক্তার না হয়েও ডাক্তার পদবি ব্যাবহার করে তার প্যাডে ডাক্তার পরিচয় লিখতেন এমন অভিযোগে ওই ক্লিনিকে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়াও ক্লিনিকের বিভিন্ন অনিয়ম পাওয়ায় ভুয়া ডাক্তার ইউনুস আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. আলমগীর হোসেন ও থানা পুলিশের একটি দল।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন