শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাজাজ ১৬০ সিসির নতুন পালসার আনল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ ১৬০ সিসির নতুন বাইক আনল। সম্প্রতি ভারতের বাজারে এসেছে বাজাজ পালসার এন১৬০ সিঙ্গেল সিট ভেরিয়েন্ট। ভারতে এই মোটরসাইকেলের দাম ১ লাখ ২১ হাজার ৭২২ ‍রুপি। যা কিনা স্ট্যান্ডার্ড মডেলটির তুলনায় অনেকটাই সস্তা। 

ক্রেতাদের কাছে কম বাজেটের বাইক সরবরাহ করার সদিচ্ছা থেকেই এমন উদ্যোগ নিয়েছে বাজাজ অটো। নয়া মডেলটি আগের তুলনায় আরও বাস্তবিক ডিজাইন সহ এসেছে। বিশেষত সেইসব রাইডারদের জন্য, যারা প্রত্যহ বেশি লোড নিয়ে অনেকটা পথ যাতায়াত করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ৪০০ সিসির পালসার নতুন ফিচারে আনছে বাজাজ

বাজাজ পালসার এন১৬০-এর সব ভ্যারিয়েন্টের দাম তুলনা করলে দেখা যায়, নতুন সিঙ্গেল-সিট, সিঙ্গেল-চ্যানেল এবিএস ভ্যারিয়েন্টটি সবচেয়ে সাশ্রয়ী। যেখানে স্প্লিট-সিট, ডুয়েল-চ্যানেল এবিএস কিনতে খরচ পড়ে ভারতে ১ লাখ ৩১ হাজার ৬৮০ রুপি।

নতুন পালসার এন১৬০ সিঙ্গেল-সিট ভ্যারিয়েন্ট আগের স্প্লিট-সিট ডিজাইনের পরিবর্তে একটি সিঙ্গল-পিস সিট নিয়ে এসেছে। যা আরও আরামদায়ক এবং যাত্রীদের জন্য বেশি সুবিধাজনক। সিটটি সামনের দিকে সরু, যা রাইডারদের পা সহজে মাটিতে রাখার সুবিধা দেবে। এর পাশাপাশি রিয়ার গ্র্যাব রেলকেও পরিবর্তন করে একক ডিজাইন দেওয়া হয়েছে। এটি মূলত ডিজাইনের দিক থেকে স্ট্যান্ডার্ড পালসার এন১৬০-এর মতোই থাকছে, এবং কালার ও গ্রাফিক্স অপশনেও কোনো পরিবর্তন আসেনি।

ns


বিজ্ঞাপন


বাজাজ পালসার এন১৬০ এর নতুন ভ্যারিয়েন্টে ৩৭ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং মনোশক সাসপেনশন থাকছে। যা আগের মতোই স্টেবল রাইডিং এক্সপেরিয়েন্স দেবে। তবে, বাইকটির খরচ কম রাখার জন্য সিঙ্গেল-চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে।

সামনে রয়েছে ৩০০ মিমি ও পেছনে ২৩০ মিমি ডিস্ক ব্রেক। সিঙ্গেল চ্যানেল এবিএস সহ বাইকটিতে ১৭ ইঞ্চি হুইল দেওয়া হয়েছে। যেখানে ১০০-সেকশন ফ্রন্ট ও ১৩০-সেকশন রিয়ার টায়ার থাকছে, যা উভয়ই টিউবলেস।

pulsar3

পালসার এন১৬০ সিঙ্গেল সিট ভ্যারিয়েন্টে একটি ১৬৪.৮২ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা থেকে ১৬ পিএস শক্তি ও ১৪.৬৫ এনএম টর্ক উৎপন্ন হবে। এটি ৫-স্পিড গিয়ারবক্সের সঙ্গে সংযুক্ত।

ফিচারের প্রসঙ্গে বললে, নতুন পালসার এন১৬০ নতুন ভেরিয়েন্টে একটি ডিজিটাল কনসোল থাকছে, যেখানে ব্লুটুথ কানেক্টিভিটি, কল অ্যালার্ট, মেসেজ নোটিফিকেশন ও ফুয়েল অ্যালার্ট থাকবে। 

এছাড়া, ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। তবে, টার্ন-বাই-টার্ন নেভিগেশন ও রাইড মোডস (রোড, রেইন, অফ-রোড) এই ভার্সনে থাকছে না।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub