রাজশাহীতে এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। পরে স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনি দেয়। এতে তিনি নিহত হন।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় জেলার বাগমারা উপজেলার শেষ সীমানা নওগাঁর আত্রাইয়ের শুরুর রনশীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আব্দুর রাজ্জাক (৩০) নামে এক মাছ ব্যবসায়ী মাছ বিক্রি করেন। তার মাছ বিক্রি শেষে আমিনুল ইসলাম (৩৩) নামে এক মাদকাসক্ত আব্দুর রাজ্জাকের কাছে টাকা দাবি করে। আব্দুর রাজ্জাক তাকে টাকা দিতে না চাইলে আমিনুল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ওসি বলেন, এতে ঘটনাস্থলেই মারা যায় মাছ ব্যবসায়ী। এসময় আমিনুল পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয়। পুলিশের ৩টি টিম সেখানে গিয়ে উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে জনতা হামলা চালিয়ে আমিনুলকে সেখানে পিটিয়ে মেরে ফেলে। এসময় ৫ পুলিশ সদস্যও আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি তৌহিদুল ইসলাম।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস