মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

শক্তিশালী ইঞ্জিনে এলো সুজুকির নতুন ২ স্কুটার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

শক্তিশালী ইঞ্জিন ও উন্নত ফিচারে বাজারে এসেছে সুজুকির নতুন দুই স্কুটার। যার মডেল সুজুকি অ্যাভেনিস এবং বার্গম্যান। নতুন মডেলগুলো ওবিডি-২বি মানসম্পন্ন ইঞ্জিনে বাজারে এসেছে।

নতুন আপডেটের ফলে স্কুটারগুলোর ইঞ্জিন আরও পরিবেশবান্ধব হবে এবং উন্নত পারফরম্যান্স প্রদান করবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ৪০০ সিসির ক্যাফে রেসার বাইক আনছে ট্রায়াম্ফ

সুজুকি অ্যাভেনিসের নতুন ভার্সনের দাম ভারতে ৯৩ হাজার ২০০ রুপি। এছাড়া, নতুন স্পেশাল এডিশনও লঞ্চ করা হয়েছে, যার এক্স-শোরুম মূল্য ৯৪ হাজার রুপি। নতুন মডেলটি গ্লসি স্পার্কেল ব্ল্যাক / পার্ল মিরা রেড, চ্যাম্পিয়ন ইয়েলো নং ২ / গ্লসি স্পার্কেল ব্ল্যাক , গ্লসি স্পার্কেল ব্ল্যাক / পার্ল গ্ল্যাসিয়ার হোয়াইট এবং গ্লসি স্পার্কেল ব্ল্যাক – এই চারটি রঙে উপলব্ধ।

suzuki-pic

অ্যাভেনিসে ব্যবহৃত ১২৪.৩ সিসি সিঙ্গেল-সিলিন্ডার, ৪ স্ট্রোক, অল-অ্যালুমিনিয়াম ইঞ্জিন এখন ওবিডি-২বি বিধি মেনে চলবে। নতুন প্রযুক্তির সাহায্যে ইঞ্জিন আরও পরিষ্কার ও উন্নত পারফরম্যান্স দেবে, ইনস্ট্যান্ট পিকআপ ও অ্যাজাইল হ্যান্ডলিং বজায় রেখে। ইঞ্জিনটি ৬,৭৫০ আরপিএমে ৮.৫ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএমে ১০ এনএম টর্ক উৎপন্ন করে। এতে সুজুকি ইকো পারফরমেন্স প্রযুক্তি প্রযুক্তি এবং অ্যাডভান্সড ফুয়েল ইনজেকশন টেকনোলজি ব্যবহৃত হয়েছে।


বিজ্ঞাপন


অন্যদিকে সুজুকি বার্গম্যানের নতুন ভার্সন পাওয়া যাচ্ছে স্ট্যান্ডার্ড এবং রাইড কানেন্ট নামে। এই স্কুটারের দাম শুরু ৯৫ হাজার রুপি থেকে। 

মেটালিক ম্যাট স্টেলার ব্লু, মেটালিক ম্যাট ব্ল্যাক নম্বর ২ এবং মেটালিক রয়্যাল ব্রোঞ্জ কালারে স্কুটারটি কেনা যাবে।

suzuki

নতুন আপডেটের পর, বার্গম্যান স্ট্রিট এবং অ্যাভেনিস উভয় স্কুটারেই একই ১২৪.৩ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ৪ স্ট্রোক, অল-অ্যালুমিনিয়াম ওবিডি-২বি কমপ্লায়েন্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের আউটপুট পরিবর্তন হয়নি, যা ৮.৫ বিএইচপি শক্তি এবং ১০ এনএম টর্ক প্রদান করে। উন্নত ফুয়েল ইনজেকশন ও এসইপি প্রযুক্তির কারণে ইঞ্জিন আগের তুলনায় আরও স্মুথ ও জ্বালানি সাশ্রয়ী হয়েছে।

সুজুকির নতুন আপডেটের ফলে স্কুটারপ্রেমীদের জন্য আরও উন্নত ফিচার ও পারফরম্যান্স নিয়ে এলো অ্যাভেনিস ও বার্গম্যান। নতুন রঙ ও আপডেটেড ইঞ্জিনের কারণে গ্রাহকদের মধ্যে এই স্কুটারগুলোর চাহিদা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন