সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:০৪ এএম

শেয়ার করুন:

loading/img

নড়াইলের লোহাগড়া উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ডাকু মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দিঘলিয়া পূর্বপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ডাকু মোল্যা ওই গ্রামের বাসিন্দা।


বিজ্ঞাপন


লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

মানিকগঞ্জে মাঝবয়সী নারীর লাশ উদ্ধার

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার উদ্দেশে ডাকু মোল্যা প্রতিদিনের মতো বাড়ির পাশের মসজিদে যায়। নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দিঘলিয়া পুর্বপাড়ার ৩ নম্বর রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আইনি পক্রিয়া শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর