বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

রয়েল এনফিল্ড ৬৫০ সিসির নতুন মোটরসাইকেল আনল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

loading/img

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ভারতের বাজারে রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৬৫০ মডেল উন্মোচিত হয়েছে। আকর্ষণের বিষয়, মোটরসাইকেলটি তিনটি ভ্যারিয়েন্ট এবং চারটি রঙের অপশনে বেছে নেওয়া যাবে। 

রয়েল এনফিল্ডের ক্ল্যাসিক ডিজাইনের পরিচিত রূপ নিয়ে আসা এই বাইকটি স্টাইল, শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক ফিচার সহ বাজারে প্রবেশ করেছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ১৬০ সিসির নতুন পালসার আনছে বাজাজ

নতুন ক্ল্যাসিক ৬৫০ তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এগুলো হলো হটরোড, ক্ল্যাসিক এবং ক্রোম। প্রত্যেকটি ভ্যারিয়েন্ট আলাদা রঙের বিকল্প নিয়ে এসেছে, যা রাইডারদের পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে। হটরোড ভ্যারিয়েন্ট ভাল্লাম রেড এবং ব্রান্টিংথর্প ব্লু – এই দুটি ডুয়েল-টোন রঙে উপলব্ধ। 

re3

এন্ট্রি-লেভেল হলেও এই রঙের ফিনিশিং বেশ আকর্ষণীয়। ক্ল্যাসিক ভ্যারিয়েন্টে এক্সক্লুসিভ টিল রঙের অপশন রয়েছে, যা পুরনো ক্ল্যাসিক ৫০০ মডেলের কথা স্মরণ করায়।


বিজ্ঞাপন


ক্রোম ভেরিয়েন্ট

প্রিমিয়াম এই ভ্যারিয়েন্ট ব্ল্যাক ক্রোম রঙে এসেছে, যা রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ডিজাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জানিয়ে রাখি, সদ্য লঞ্চ হওয়া বাইকটির ডিজাইন ক্লাসিক ৩৫০ থেকে অনুপ্রাণিত হলেও এটি আকৃতি বড়। আবার যথেষ্ট আধুনিক। বাইকটির টিয়ারড্রপ-আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, স্টাইলিশ হেডলাইট, এবং প্রশস্ত হুইলবেস এটিকে এক অনন্য লুক দিয়েছে। রাজকীয় এবং আধুনিক চেহারার সংমিশ্রণ এটিকে একটি আকর্ষণীয় বাইক হিসেবে উপস্থাপন করেছে।

নতুন রয়েল এনফিল্ডে শক্তিশালী ইঞ্জিন

রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৬৫০ মডেলে দেওয়া হয়েছে একটি ৬৪৮ সিসি প্যারালাল-টুইন ইঞ্জিন। যা আগের ৬৫০ সিরিজের মতোই পরিষ্কার, রিফাইন্ড, এবং শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। এই ইঞ্জিনটি শটগান ৬৫০, সুপার মিটিওর ৬৫০, এবং কন্টিনেন্টাল জিটি ৬৫০-এর মতো জনপ্রিয় বাইকেও ব্যবহৃত হয়েছে। এটি উন্নত গিয়ারিং সিস্টেম এবং স্মুথ রাইডিং অভিজ্ঞতা প্রদান করে, যা দীর্ঘ ভ্রমণের জন্য আদর্শ।

ভারতে ক্ল্যাসিক ৬৫০ মডেলের দাম শুরু হচ্ছে ৩.৩৭ লাখ রুপি (এক্স-শোরুম) থেকে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন