সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি: চ্যাটবটের সঙ্গে ফ্রিতে কথা বলতে পারবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ এএম

শেয়ার করুন:

loading/img

মেটার অধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এলো চ্যাটজিপিটি। সম্প্রতি ওপেন এআই এই সুবিধা আনল। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এখন সাধারণ ইউজারের হাতের মুঠোয়। ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চ্যাটবটের সঙ্গে ফ্রিতে কথা বলতে পারবেন।

1-800-CHATGPT। এটাই হল নম্বর। এই নম্বরে ফোন করে ইউজাররা এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতে পারবেন। কোম্পানির পক্ষে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজাররাই এআই-এর সঙ্গে ফোনালাপের সুবিধা পাচ্ছেন। তারা প্রতি মাসে বিনামূল্যে ১৫ মিনিট ভয়েস কলিং করতে পারবেন।


বিজ্ঞাপন


আসলে এটা এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই ভবিষ্যতে এর ব্যবহারের নিয়ম এবং সময়সীমা পরিবর্তিত হতে পারে। পাশাপাশি জানানো হয়েছে, যেখানে চ্যাটজিপিটি ব্যবহার করা যায়, সেই সব জায়গায় হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে।

দ্যা ভার্জকে দেওয়া সাক্ষাৎকারে ওপেনএআই-এর চিফ প্রোডাক্ট অফিসার কেভিন ওয়েইল জানিয়েছেন, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচার তৈরি করা হয়েছে। ওপেন এআইয়ের রিয়েলটাইম এপিআই ব্যবহার করে ফোন লাইন এবং জিপিটি-৪০ মিনি এবং হোয়াটসঅ্যাপ এপিআই-এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন চালানো যাবে।

আরও পড়ুন: ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম চলবে না এসব ফোনে

এই নতুন পদ্ধতিতে খুব সহজে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন ইউজাররা। বিশেষ করে যারা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স সম্পর্কে বিশেষ কিছু জানেন না, কথোপকথনের জন্য ফোনের মতো চিরাচরিত পদ্ধতির বাইরে বেরতে পছন্দ করেন না, তাদের জন্য এটা আশীর্বাদস্বরূপ। তবে কোম্পানি স্পষ্ট জানিয়েছে, যারা উন্নত ফিচার চান, তাদের প্রচলিত চ্যাটজিপিটি অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত।


বিজ্ঞাপন


chat

অনেকে বিস্মিত, ‘1-800-CHATGPT’, এটা আবার কেমন নম্বর! আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে এই নম্বরটা হল – 1-800-242-8478। ওপেনএআই জানিয়েছে, এই নম্বরে শুধু ফোন করুন। তাহলেই এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতে পারবেন। পুরনো ফোন এবং ল্যান্ডলাইন থেকেও এই নম্বরে ফোন করা যাবে।

হোয়াটসঅ্যাপেও চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে। এতে মেসেজ পাঠানোর জন্য ইউজারকে 1-800-242-8478 নম্বরটি লিখতে হবে। অর্থাৎ এই নম্বরই প্রাপক। ব্যস, এরপরই চ্যাটজিপিটি-এর সঙ্গে বার্তালাপ করতে পারবেন ইউজার। এমনটাই জানিয়েছে ওপেনএআই।

কিছুদিন আগেই ১২ দিনের একটি ইভেন্টের ঘোষণা করেছিল ওপেন এআই। এর নাম দেওয়া হয়েছে ‘শিপ-মাস’। ইভেন্টে বেশ কিছু নতুন ফিচার এবং টুলসের ঘোষণা করেছে সংস্থা। সবকটাই ইউজারদের এইআই ব্যবহারকে আরও সহজ করে তোলে। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ‘সোরা’। এর মাধ্যমে এআই ভিডিও তৈরি করতে পারবেন ইউজাররা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন