শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

কাতার সফরে যাচ্ছেন শায়খ আহমাদুল্লাহ, ৫ দিনের কর্মসূচি

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

loading/img

কাতার সফর করছেন প্রখ্যাত ইসলামি আলোচক ও সমাজ সেবক শায়খ আহমাদুল্লাহ। সেখানে বিভিন্ন দাওয়াতি মাহফিলে অংশ নেবেন তিনি।

আগামী মঙ্গলবারের (৮ এপ্রিল) আগে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে। মারকাজ আব্দুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ (ফানার) ব্যবস্থাপনায় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দোহার উদ্যোগে এই দ্বীনি সফর করবেন তিনি।


বিজ্ঞাপন


ইতিমধ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে দোহার মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন।

আরও পড়ুন: গাজা ইস্যুতে বিশ্ববাসীর লজ্জাজনক ভূমিকায় হতবাক হবে পরের প্রজন্ম

আগামি শনিবার (৮ এপ্রিল) মুশাইরিবের গানেম মসজিদে ওলামা সমাবেশের মধ্য দিয়ে শায়খ আহমাদুল্লাহর কর্মসূচি শুরু হবে। নিচে কাতার সফরে শায়খ আহমাদুল্লাহর পাঁচ দিনের কর্মসূচি তুলে ধরা হলো।

৮ এপ্রিল মঙ্গলবার: ওলামা সমাবেশ, মুশাইরিব, গানেম মসজিদ


বিজ্ঞাপন


৯ এপ্রিল বুধবার: ওয়াকরাহ, হামজাহ মসজিদ

shaikh_ahmadullah_qatar

১০ এপ্রিল বৃহস্পতিবার: সানাইয়্যাহ, আলাতিয়্যাহ মসজিদ

১১ এপ্রিল জুমাবার: দাওয়া সেমিনার, ইসলামিক কালচারাল সেন্টার (ফানার হল)

১২ এপ্রিল শনিবার: আলখোর, নাসের বিন আব্দুল্লাহ আল মিসনাদ মসজিদ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন