সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:২৬ পিএম

শেয়ার করুন:

loading/img

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে কুমিল্লা নগরীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় লং লিভ প্যালেস্টাইন, লং লিভ গাজা’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘ধ্বংস হোক ইসরায়েল’ লেখাসহ বিভিন্ন প্যাকার্ড ও ব্যানার নিয়ে নগরীর কান্দিরপাড়ে একত্রিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


এদিন সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে নগরীর কান্দিরপাড়ে বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ করে।

এক বিবৃতিতে কুমিল্লা শাহপুর দরবার শরীফের সভাপতি শাহজাদা মাহবুব ইলাহ  আলক্বাদেরী বলেন, বর্বর জাতী ইসরায়েল ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে নির্দয় ভাবে মানুষকে হত্যা করছে। সব মুসলিম রাষ্ট্রের উচিত তাদের পণ্য পরিহার করে তাদের সবদিক থেকে বয়কট করা। মুসলমান দেশগুলো ঐক্যবদ্ধ ভাবে এক হয়ে ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করা। 

আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটির প্রতিঠাতা ও পরিচালক মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী বলেন,যাযাবর ইসরায়েলকে মুসলমান দেশগুলো ঐক্যমত্যের ভিত্তিতে এক হয়ে তাদের প্রতি অবরোধ  ঘোষণা করা। ইসরায়েলকে রাষ্ট্রীয় ভাবে তাদের দূতাবাস  উঠিয়ে নেয়া।  ইসরায়েলের পণ্য সমূহ  বয়কট করে দেশের পণ্য  ব্যবহার করে তাদের অর্থনীতিতে ধস নামিয়ে দেয়া।

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য কথা বলা আমাদের দায়িত্ব। বিশ্বের সকল মুসলমানসহ মানবিক মানুষদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানো এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
বক্তারা সকল মুসলিম রাষ্ট্রের মানবসম্পদ কাজে লাগিয়ে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ তৈরি এবং ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন