বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। শান্ত-মিরাজদের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেমস প্যামেন্ট। আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়েই নতুন এই কোচ টাইগারদের সঙ্গে কাজ শুরু করবেন বলে জানানো হয়েছে।
টাইগারদের ফিল্ডিং কোচ হিসেবে প্যামেন্টের সঙ্গে বাংলাদেশের চুক্তি আগামী ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। ৫৬ বছর বয়সী প্যামেন্ট ইংল্যান্ডে জন্ম নিলেও বড় হয়েছেন নিউজিল্যান্ডে। এক সময় পেশাদার ক্রিকেটার ছিলেন তিনি। নিজের ক্যারিয়ারে ১৪টি প্রথম শ্রেণি ও ৩৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন টাইগারদের নতুন এই কোচ।
বিজ্ঞাপন
বাংলাদেশের কোচ হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মতো একটি দারুণ প্রতিভাবান দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি খুব উচ্ছ্বসিত। জিম্বাবুয়ে সিরিজের আগে দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি।’
প্যামেন্ট আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন লম্বা সময় ধরে। ভারতীয় এ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের চলমান আসরের আগ পর্যন্ত দলটির কোচ ছিলেন তিনি। ৭ বছর মুম্বাইয়ের দায়িত্বে থাকা প্যাএন্ট এবার কাজ করবেন টাইগারদের সঙ্গে।
কোচ হিসেবে প্যামেন্টের অভিজ্ঞতা কম নয়। এর আগে নিউজিল্যান্ড জাতীয় দলে কাজ করেছেন তিনি। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলে এবং নিউজিল্যান্ড ‘এ’ ও নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।