শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ম্যানইউ সমর্থকদের আচরণে বিরক্ত গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরে ম্যানচেস্টারের দুই দলের একটিও ভালো অবস্থায় নেই। ম্যানচেস্টার ইউনাইটেড বছরের পর বছরই খারাপ খেলে চলেছে। তবে ম্যানচেস্টার সিটি বেশ ভালো অবস্থায় ছিল, তবে এবারের মৌসুমে সুর কেটে গেছে ম্যানসিটির। ফলে শিরোপা দৌড় থেকেও ছিটকে গেছে অনেক আগেই। ম্যানচেস্টারের এই দুই দলই গতকাল মুখোমুখি হয়েছিল একে অপরের।

এবারের ম্যানচেস্টার ডার্বি অনুষ্ঠিত হয়েছে ইউয়ানিটেডের ঘরের মাঠে। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটি ছিল ম্যাড়ম্যাড়ে। কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। এদিকে গোলশূণ্য ম্যাচে আলোচনায় এসেছে ম্যানইউ সমর্থকদের আচরণ।


বিজ্ঞাপন


গতকাল ম্যানইউয়ের বিপক্ষে ম্যাচে সিটির শুরু একাদশে ছিলেন ফিল ফোডেন। ইংল্যান্ড জাতীয় দলের এ ফুটবলার ম্যানচেস্টারের ঘরের ছেলে। নিকটবর্তী স্টকপোর্টে জন্ম তার। ছোট থেকেই তিনি সিটির সমর্থক। এখন খেলছেনও সিটিতেই। গতকাল ম্যাচে ম্যানইউ সমর্থকদের বাজে আচরণের শিকার হয়েছেন তিনি।

ফোডেনকে নিয়ে নানা রকম স্লোগান দিয়েছে ম্যানইউয়ের সমর্থকরা। এমনকি এক পর্যায়ে ফোডেনের মাকেও অসম্মান করা হয়। তবে ম্যানইউ সমর্থকদের এমন আচরণ একেবারেই মেনে নিতে পারেননি সিটি কোচ পেপ গার্দিওলা।

ম্যাচ শেষে তিনি বলেন, “অভদ্রতা কিন্তু এটা ইউনাইটেড নয়, এটা এখানকার মানুষ… বিশ্ব ফুটবলের পর্দায় আমরা অনেক বেশি উন্মোচিত- কোচ, মালিক এবং বিশেষ করে খেলোয়াড়রা। সত্যি বলতে, ফিলের মাকে নিয়ে কথা বলা লোকদের মানসিকতা আমি বুঝতে পারছি না। এখানে সততা ও ভদ্রতা জ্ঞানের অভাব রয়েছে। তাদের লজ্জিত হওয়া উচিত।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন