শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

আইফোনের জন্য আইওএস অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন আসছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ এএম

শেয়ার করুন:

loading/img

অ্যাপল তার আইফোন ব্যবহারকারীদের জন্য একটি বড় আপডেট নিয়ে আসছে। চলতি এপ্রিলে আইওএস ১৮.৪ ভার্সন রিলিজ হবে। যা বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন ও উন্নত বৈশিষ্ট্য নিয়ে আসবে।

 এই আপডেটে অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থন, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফিচার, ব্যক্তিগতকরণের নতুন বিকল্প এবং শক্তিশালী গোপনীয়তা সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ উন্নতি থাকবে। 


বিজ্ঞাপন


বর্তমানে এই আপডেটটি বিটা পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং এটি আইফোন ব্যবহারকারীদের জন্য আরও স্মার্ট, সুবিধাজনক এবং নিরাপদ অভিজ্ঞতা প্রদান করবে। 

আরও পড়ুন: ফোনের ব্যাটারির 'mAh' মানে কী?

আইওএস ১৮.৪-এর সবচেয়ে উল্লেখযোগ্য আপগ্রেড হল  ইংরেজির জন্য অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থন। এর ফলে ব্যবহারকারীরা সিরি এবং অন্যান্য এআই-চালিত ফিচার আরও সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। উচ্চারণ এবং উপভাষা আরও ভালোভাবে চিনতে পারবে এই নতুন সিস্টেম, যা ভয়েস অ্যাসিস্ট্যান্টের অভিজ্ঞতাকে অনেক উন্নত করবে। 

এছাড়া, এআই-চালিত ‘প্রায়োরিটি নোটিফিকেশন’ ফিচারটি ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলো লক স্ক্রিনে সহজেই দেখতে সাহায্য করবে। সেটিংস অ্যাপে গিয়ে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী কোন অ্যাপের নোটিফিকেশনকে প্রাধান্য দেবেন, তা নির্ধারণ করতে পারবেন। এটি দৈনন্দিন কাজে সময় বাঁচাতে এবং গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত পেতে সহায়ক হবে।


বিজ্ঞাপন


ew

ভিজুয়াল ইন্টেলিজেন্স: আইফোন ১৫ প্রো-তে স্মার্ট ইমেজ রিকগনিশন

আইফোন ১৫ প্রো এবং তার পরবর্তী মডেলের মালিকদের জন্য ‘ভিজুয়াল ইন্টেলিজেন্স’ নামে একটি এআই-চালিত ফিচার আসছে। এই টুল ছবি বিশ্লেষণ করে বস্তু, ল্যান্ডমার্ক এবং টেক্সট সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করবে। ব্যবহারকারীদের জন্য এটি বিশেষভাবে উপকারী হবে, কারণ এটি স্থানীয় ল্যান্ডমার্ক, রাস্তার সাইনবোর্ড এবং এমনকি আঞ্চলিক ভাষায় লেখা টেক্সটও চিনতে পারবে। ভ্রমণকারীদের জন্য এটি একটি দারুণ সঙ্গী হবে। 

স্মার্ট সিরি: আরও সহজে কথোপকথন

সিরি এই আপডেটে আরও বুদ্ধিমান এবং প্রতিক্রিয়াশীল হয়ে উঠছে। ‘টাইপ টু সিরি’ ফিচারে একটি বড় উন্নতি হল, সিরি উত্তর দেওয়ার পর কিবোর্ড স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, যা ব্যবহারকারীদের জন্য একটি মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। এছাড়া, অ্যাপল ইন্টেলিজেন্সের সাহায্যে সিরি আরও সঠিক প্রাসঙ্গিক পরামর্শ, উন্নত ডিকটেশন এবং ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ব্যক্তিগতকৃত উত্তর প্রদান করবে। ভারতীয় ব্যবহারকারীদের জন্য এটি দৈনন্দিন কাজে সিরিকে আরও কার্যকর সঙ্গী করে তুলবে।

ios-pic

কখন এবং কীভাবে পাওয়া যাবে?

অ্যাপল জানিয়েছে, আইওএস ১৮.৪ এপ্রিল মাসেই সর্বসাধারণের জন্য মুক্তি পাবে। বর্তমানে এটি বিটা পরীক্ষার পর্যায়ে রয়েছে, এবং ডেভেলপাররা ইতিমধ্যে এর নতুন ফিচারগুলো পরীক্ষা করছেন। আইফোন ব্যবহারকারীরা সেটিংসে গিয়ে ‘জেনারেল’ এবং তারপর ‘সফটওয়্যার আপডেট’ অপশনে গিয়ে এই আপডেটটি ডাউনলোড করতে পারবেন। তবে, অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলো শুধুমাত্র আইফোন ১৫ প্রো, ১৫ প্রো ম্যাক্স এবং ১৬ সিরিজে উপলব্ধ হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর