শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ কবে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:০৯ এএম

শেয়ার করুন:

loading/img

এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর। বাংলাদেশ সময় অনুসারে, এই গ্রহণ ৭ সেপ্টেম্বর সকাল ১০টা ২৭ মিনিট থেকে শুরু করে তা ৮ সেপ্টেম্বর রাত ১২টা ৪৩ মিনিট পর্যন্ত চলবে। 

এই  বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে। বাংলাদেশ ছাড়াও ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইউরোপ, নিউজিল্যান্ড, আমেরিকা ও আফ্রিকা থেকে দেখা যাবে। 


বিজ্ঞাপন


eclipse

চন্দ্রগ্রহণ কখন হয়?

সূর্যের পরিক্রমার সময় পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝে এসে পড়ে। এর ফলে চাঁদ পৃথিবীর ছায়াতে পুরোপুরি ঢেকে যায়। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস হতে চলেছে। 

আরও পড়ুন: ২০২৫ সালে চন্দ্রগ্রহণ কবে?


বিজ্ঞাপন


জ্যোতির্বিদ্যা অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন চাঁদের চারিদিকে লাল রঙা আভার ফলে, একেবারে বিরল দৃশ্য দেখা যাবে।

lunar

বছরের প্রথম চন্দ্র ও সূর্যগ্রহণ

বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল ১৪ মার্চ। এটি ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল গত ২৯ মার্চ। এই গ্রহণ হয়েছিল আংশিক  সূর্যগ্রহণ। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন