রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ফাইনালে খেলা নিশ্চিত রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৫, ১১:৫০ এএম

শেয়ার করুন:

loading/img

যখন সময় ফুরিয়ে আসছিল, যখন রিয়াল মাদ্রিদের স্বপ্ন প্রায় ভেঙে যেতে বসেছিল, তখনই এক ঝলক আশার আলো হয়ে হাজির হলেন আন্তোনিও রুডিগার। অতিরিক্ত সময়ের ১১৫তম মিনিটে মাথা ছুঁইয়ে বল জালে পাঠালেন এই জার্মান ডিফেন্ডার। আর তাতেই চ্যাম্পিয়নদের মতো এক জয় তুলে নিয়ে কোপা দেল রের ফাইনালে জায়গা করে নিলো লস ব্লাঙ্কোসরা।

সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিতে তখন নিস্তব্ধতা। ৪-৪ সমতা, খেলা অতিরিক্ত সময়ে গড়িয়েছে। ম্যাচের ভাগ্য কোন দিকে যাবে, কেউ জানে না। ঠিক তখনই কর্নার থেকে আসা আরদা গুলারের ক্রসে দুর্দান্ত হেড করেন রুডিগার। বল উড়ে গেলো রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক আলেক্স রেমিরোকে পাশ কাটিয়ে জালে। মুহূর্তেই বার্নাব্যুতে উন্মাদনা ছড়িয়ে পড়ে, দর্শকদের গর্জনে কেঁপে ওঠে স্টেডিয়াম!


বিজ্ঞাপন


পুরো ম্যাচটাই যেন ছিল এক রোমাঞ্চকর সিনেমার মতো। প্রথম লেগে ১-০ তে পিছিয়ে থাকা সোসিয়েদাদ এদিন শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে। ১৬ মিনিটেই আন্দের বারেনেচিয়ার গোল তাদের এনে দেয় স্বস্তি। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি।

5000

মাত্র ১৪ মিনিট পরই ১৭ বছর বয়সী ব্রাজিলিয়ান বিস্ময় বালক এন্দ্রিক বুদ্ধিদীপ্ত এক চিপ শটে গোল করে রিয়ালকে ফিরিয়ে আনেন ম্যাচে।

এরপরই শুরু হয় এক রুদ্ধশ্বাস গোলের খেলা। ৭২ মিনিটে ডেভিড আলাবার আত্মঘাতী গোলে আবারও লিড নেয় সোসিয়েদাদ। এরপর মিকেল ওয়ারজাবাল ৮০ মিনিটে ব্যবধান ৩-১ করলে মনে হচ্ছিল, হয়তো এখানেই শেষ রিয়ালের স্বপ্ন।


বিজ্ঞাপন


কিন্তু না! দুই মিনিট পরই জুড বেলিংহাম দুর্দান্ত এক ভলিতে ম্যাচে ফিরিয়ে আনেন মাদ্রিদকে। এরপর ৮৬ মিনিটে অরেলিয়েন চুয়ামেনির হেডার গোলরক্ষক রেমিরোর হাস্যকর ভুলে জালে জড়িয়ে গেলে মনে হচ্ছিল, ফাইনালের টিকিট বুঝি নিশ্চিত।

38969006173b1fc6fe68057d6e16e6c6181c2828

তবে সোসিয়েদাদও হার মানতে রাজি ছিল না! নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে ওয়ারজাবাল আবারও হেডে গোল করে ম্যাচ নিয়ে গেলেন টাইব্রেকারের সম্ভাবনার দিকে। কিন্তু রুদ্রিগারের হেড সব স্বপ্ন ভেঙে দিলো সোসিয়েদাদের!

এই জয়ে রিয়াল মাদ্রিদের ট্রেবল জয়ের স্বপ্ন এখনো বেঁচে রইল। লা লিগায় তারা এখন বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট পেছনে, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্সেনালের বিপক্ষে, আর কোপা দেল রের ফাইনালে এখন অপেক্ষা করছে বার্সেলোনা অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে যেকোনো এক দল।

বুধবার রাতে বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদের দ্বিতীয় লেগের ম্যাচেই জানা যাবে, ফাইনালে কার মুখোমুখি হবে রিয়াল। প্রথম লেগে ৪-৪ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচের পর দ্বিতীয় লেগেও যে চরম নাটক অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য!

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন