মুম্বাই ইন্ডিয়ানস শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে তাদের প্রথম জয় পেয়েছে। সোমবার কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে দলটি। এই জয়ে প্রধান ভূমিকা রাখেন পেসার অশ্বিনী কুমার ও ওপেনার রায়ান রিকেলটন। তবে মুম্বাই ভক্তরা দলীয় পারফরম্যান্সে সন্তুষ্ট থাকলেও আবারও ব্যর্থ হওয়া রোহিত শর্মাকে নিয়ে হতাশ। ১২ বলে মাত্র ১৩ রান করে আউট হওয়া রোহিতের পারফরম্যান্স ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এবারের আইপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচে রোহিতের রান যথাক্রমে ০, ৮ ও ১৩। এই পারফরম্যান্সকে ঘিরেই সমালোচনার ঝড় উঠেছে। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মনে করেন, রোহিতের জায়গায় অন্য কোনো খেলোয়াড় থাকলে এতদিনে তাকে দল থেকে বাদ দেওয়া হতো। ক্রিকবাজের এক আলোচনায় মাইকেল ভন বলেন, মুম্বাই দলে এখন রোহিতকে কেবল একজন ব্যাটার হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ তিনি আর অধিনায়ক নন। তাকে 'ইমপ্যাক্ট সাবস্টিটিউট' হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বিজ্ঞাপন
ভন বলেন, "আমি মুম্বাইয়ে রোহিত শর্মাকে নিয়ে সবসময় দ্বিধায় থাকি। আমি ভাবি, যদি তিনি ভারতের অধিনায়ক হতে পারেন, তবে মুম্বাইয়ের অধিনায়ক কেন নন? তিনি ভারতের হয়ে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন। তিনি দারুণ একজন অধিনায়ক।"
তিনি আরও বলেন, "সাদা বলের ক্রিকেটে গত কয়েক বছরে যা হয়েছে, সেটি দেখতে হবে। যদি তিনি ভারতের সেরা অধিনায়ক হতে পারেন, তাহলে ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়ক কেন হতে পারবেন না? পুরো মৌসুমে তিনি খেলবেন, এটা নিশ্চিত। তবে ব্যাটার হিসেবে তার বর্তমান পারফরম্যান্স যথেষ্ট নয়।"
ভনের মতে, যদি রোহিত এখনও দলের অধিনায়ক থাকতেন, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। কারণ তখন দল তার নেতৃত্বগুণকে মূল্যায়ন করত। কিন্তু এখন শুধুমাত্র একজন ব্যাটার হিসেবে বিবেচিত হওয়ায় তার পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ।
"আপনি যদি শুধুমাত্র তার রান দেখেন, তাহলে বুঝতে পারবেন যে একজন ব্যাটার হিসেবে তাকে বিচার করা হচ্ছে। এখন তিনি অধিনায়ক নন, তাই পারফরম্যান্সই একমাত্র মাপকাঠি। রোহিত শর্মার নাম যদি না হতো, তাহলে এতদিনে তিনি দল থেকে বাদ পড়তেন। তার পারফরম্যান্স ভালো নয়," বলেন ভন।
বিজ্ঞাপন
এছাড়া, ভন মনে করেন, মুম্বাই ম্যানেজমেন্টের উচিত রোহিতের সঙ্গে বসে তার বর্তমান অবস্থান নিয়ে খোলামেলা আলোচনা করা। "আমি বলছি না যে তাকে দল থেকে বাদ দেওয়া উচিত। কিন্তু তার উচিত ভালো শুরু এনে দেওয়া, নিজের ফর্ম, ছন্দ ও আত্মবিশ্বাস ফিরে পাওয়া। কারণ মুম্বাইয়ের সাফল্যের জন্য দলের সিনিয়র খেলোয়াড়দের ধারাবাহিক পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ।"
তিনি আরও যোগ করেন, "ট্রেন্ট বোল্ট, সূর্যকুমার যাদব এবং রোহিতের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স করলে তরুণরা স্বাধীনভাবে খেলতে পারবে। কিন্তু এখন পরিস্থিতি এমন যে তরুণদেরই পারফর্ম করতে হচ্ছে। এটি কঠিন একটি বিষয়। তাই রোহিতের রান না পাওয়াটা দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং তার দ্রুত ফর্মে ফেরা দরকার।"