চ্যাম্পিয়ন্স ট্রফির রোমাঞ্চকর জয়ের পর ভারতীয় ক্রিকেটে নতুন এক আলোচনা— বিরাট কোহলির ভবিষ্যৎ পরিকল্পনা। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কি তিনি অবসরের চিন্তা করছেন? নাকি আরও বড় কিছু মাথায় রেখে এগিয়ে যাচ্ছেন?
সোমবার এক অনুষ্ঠানে যখন কোহলিকে প্রশ্ন করা হলো, “বর্তমানে থাকার চেষ্টা করছেন, তবে পরবর্তী বড় লক্ষ্য কী?” তখন এই তারকা ব্যাটসম্যান একটুও দ্বিধা না করে বললেন, “পরবর্তী বিশ্বকাপ জেতার চেষ্টা করব।”
বিজ্ঞাপন
এই একটি বাক্যই যেন সমস্ত গুঞ্জনে ইতি টানল। কোহলি স্পষ্ট জানিয়ে দিলেন, তার চোখ এখন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দিকে। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছিল, টি-টোয়েন্টি থেকে বিদায়ের পর কোহলি কি ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন? কিন্তু প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অজিত আগারকরের নেতৃত্বাধীন বিসিসিআই নির্বাচক কমিটিকে যেন স্পষ্ট বার্তাই দিলেন তিনি— কোথাও যাচ্ছেন না, বরং আরও বড় কিছু জিততে চান!
বিশ্বকাপকে সামনে রেখে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিতেও এসেছে নতুন মোড়। সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, কোহলি ও রোহিত শর্মা তাদের এ+ ক্যাটাগরির চুক্তি ধরে রাখছেন, যার বার্ষিক মূল্য ৭ কোটি রুপি। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এই দুই মহাতারকা বিসিসিআইয়ের এলিট তালিকাতেই থাকছেন।
২০১১ সালের পর আর এক দিনের বিশ্বকাপ জেতেনি ভারত। মাঝে ২০১৫ ও ২০১৯ সালে সেমিফাইনালে গিয়ে হারতে হয়েছে। ২০২৩ সালে দেশের মাটিতে বিশ্বকাপ জেতার বড় সুযোগ ছিল ভারতের। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল কোহলিদের। হারের ধাক্কায় মাঠেই কেঁদে ফেলেছিলেন কোহলি। পরের দু’বছরে দু’টি আইসিসি ট্রফি হয়তো সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে। এদিকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলা কোহলি শেষ পর্যন্ত ওয়ানডেতে কোথায় গিয়ে থামেন তা হয়তো সময়ই বলে দেবে।