রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাবেকরা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলায় বিরক্ত নাসিম শাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

loading/img

পাকিস্তান বিগত কয়েক বছর ধরেই বাজে ক্রিকেট খেলছে। সাদা বলে হোক বা লাল বলে, কোনো ফরম্যাটেই সাফল্যের দেখা পাচ্ছে না দলটি। এদিকে ভালো খেলতে পারছেন না বলে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদ-নাসিম শাহদেরও ক্রমাগত সমালোচনা সহ্য করতে হয়। তবে মাঝে মাঝে এসব সমালোচনা মাত্রা ছাড়িয়ে যায় যা নিয়ে এবার মুখ খুলেছেন নাসিম।

সাবেক ক্রিকেটাররা খেলা নিয়ে সমালোচনা করতেই পারেন। তবে পাকিস্তানের পেসার নাসিম জানিয়েছেন, খেলার বিষয় বাদ দিয়ে ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনা করা বা কথা বলা উচিত নয়।


বিজ্ঞাপন


ঈদ উপলক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক আড্ডার আয়োজন করেছিল যাতে অংশ নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, নাসিম ও ব্যাটসম্যান ফখর জামান। সেখানেই সাবেকদের সমালোচনা এসব দিক নিয়ে কথা বলেছেন নাসিম, জানিয়েছেন নিজের বিরক্তির কথা।

নাসিম বলেন, ‘একজন ভক্ত যখন এমন কিছু বলেন (ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য), আপনি ভাবতে পারেন, “ওহ, এই লোক কখনো ক্রিকেট খেলেনি।” আমরা যখন বাসায় যাই, তখন আমাদের ভাইয়েরাও অনেক সময় এমন এমন কথা বলে, যা শুনে আমরা বলি, “আচ্ছা ঠিক আছে, সে কখনো ক্রিকেট খেলেনি।”’

পাকিস্তানের সাবেক ক্রিকেটারা ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি কথা বলেন জানিয়ে নাসিম বলেন, ‘কিন্তু এমন, কেউ যিনি ১০ থেকে ১৫ বছর ক্রিকেট খেলেছেন (তাঁদের বলাটা দুঃখজনক)। দেখুন, পারফরম্যান্স নিয়ে আপনি কথা বলুন, কেউ ভালো বোলিং করছে না সেটা নিয়ে কথা বলুন, কেউ ভালো ব্যাটিং করছে না সেটা নিয়েও বলতে পারেন। কীভাবে ভালো হতে পারে, কোথায় ভুল ছিল, সেসব নিয়ে আলাপ হোক। কিন্তু অনেক বেশি ব্যক্তিগত বিষয় কথা বলা (উচিত নয়)।’

ক্রিকেটাররা কিভাবে চুল কাটছে, কিভাবে শেভ করছে এসব বিষয় নিয়ে সমালোচনা করা হয় জানিয়ে নাসিম বলেন, ‘কেউ চুল কীভাবে আঁচড়েছে, কথা কীভাবে বলছে, শেভ কীভাবে করছে—এসব নিয়ে কথা বলাটা ব্যক্তিগতভাবে আঘাত করে। অথচ তাদের আমরা কিংবদন্তি হিসেবে দেখি। এখন আমরা কি তাদের এড়িয়ে যেতে শুরু করব? কারণ, তারা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে। আমাদের মনে হয়, “আরে এরাও আমার ভাই বা সাধারণ দর্শকদের মতো কথা বলছে।” সমর্থকদের বিষয়টা মানা যায়। কিন্তু ১০ থেকে ১৫ বছর খেলার পর এভাবে যদি কেউ কথা বলে, তবে সেটা মানা যায় না।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর


News Hub