গত বছর অক্টোবরে বাংলাদেশের দায়িত্ব নেন ফিল সিমন্স। ৬১ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিয়ান কোচের মেয়াদ ছিল এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে সিমন্সকে প্রধান কোচের দায়িত্বে রাখা না রাখা নিয়ে ধোঁয়াশা দূর করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নাজমুল হোসেন শান্তদের প্রধান কোচ হিসেবে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে বিসিবি।
বিজ্ঞাপন
লম্বা সময়ের জন্য দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সিমন্স, ‘লম্বা সময়ের জন্য দায়িত্ব পেয়ে আমি উচ্ছ্বসিত। বাংলাদেশ ক্রিকেটের প্রতিভার বিষয়টি অস্বীকার করা যাবে না। একসঙ্গে আমরা দারুণ কিছু অর্জন করতে পারবো এই বিশ্বাস আমাদের আছে। আমি এই যাত্রা শুরু করতে মুখিয়ে আছি।’
জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে সিমন্সের সঙ্গে আগের চুক্তি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ পর্যন্ত। নতুন চুক্তিতে তাকে রেখে দেওয়া হচ্ছে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।
সিমন্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলেছেন। ক্রিকেট ক্যারিয়ার শেষে ২০০৪ সালে তিনি জিম্বাবুয়ের হেড কোচের দায়িত্ব নেন। পরবর্তীতে ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আয়ারল্যান্ড ক্রিকেটের সঙ্গে কাজ করেছন। দায়িত্ব সামলেছেন ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান ক্রিকেট দলের। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা আছে তার।