মোটরসাইকেলের দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা ও ভালো পারফরম্যান্স বজায় রাখতে নিয়মিত সার্ভিস করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন, যতদিন মোটরসাইকেলে সমস্যা না হচ্ছে, ততদিন সার্ভিস করানোর দরকার নেই। কিন্তু এটি একটি ভুল ধারণা। নিয়মিত সার্ভিস করালে বাইকের ইঞ্জিন ভালো থাকে, মাইলেজ বাড়ে এবং দুর্ঘটনার আশঙ্কাও কমে।
মোটরসাইকেল কতদিন অন্তর সার্ভিস করানো উচিত?
বিজ্ঞাপন
মোটরসাইকেল নির্মাতারা সাধারণত ৩-৬ মাস অন্তর বা প্রতি ২,০০০-৩,০০০ কিলোমিটার ব্যবধানে সার্ভিস করানোর পরামর্শ দেন। তবে এটি নির্ভর করে আপনার বাইকের মডেল, রাস্তাঘাটের অবস্থা এবং ব্যবহার পদ্ধতির ওপর।
আরও পড়ুন: গাড়ি-মোটরসাইকেল কত দিন পরপর ধোয়া উচিত?
নতুন মোটরসাইকেলের ক্ষেত্রে
প্রথম ৫০০-৭০০ কিলোমিটার চালানোর পর প্রথম সার্ভিস করানো জরুরি।
দ্বিতীয় ও তৃতীয় সার্ভিস ২০০০ কিলোমিটার এবং ৪০০০ কিলোমিটার পর করানো উচিত।
প্রথম বছরেই কমপক্ষে ৩-৪ বার সার্ভিস করানো ভালো।
বিজ্ঞাপন
পুরোনো মোটরসাইকেলের ক্ষেত্রে
প্রতি ৩,০০০-৫,০০০ কিলোমিটার অন্তর সার্ভিস করানো উচিত।
দীর্ঘদিন সার্ভিস না করালে ইঞ্জিনের পারফরম্যান্স কমে যেতে পারে।
ব্রেক, চেইন, ক্লাচ ও সাসপেনশনের অবস্থা নিয়মিত পরীক্ষা করা উচিত।
ইঞ্জিন অয়েল কতদিন অন্তর বদল করাতে হবে?
ইঞ্জিন অয়েল মোটরসাইকেলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি ইঞ্জিনের যন্ত্রাংশকে সচল ও ঠান্ডা রাখে, ঘর্ষণ কমায় এবং কর্মক্ষমতা বাড়ায়।
এজেড