বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর। সেই ম্যাচে ভারতকে তাদেরই মাটিতে রুখে দিয়েছে টাইগাররা। এতে এশিয়া কাপে খেলার সম্ভাবনা বেড়েছে লাল-সবুজের। এই সাফল্যের নেপথ্যের বড় নায়ক হামজা। প্রথমবার বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেই দেশের ফুটবল ভক্তদের মন কেড়েছেন। 

তাইতো হামজাকে নিয়ে ফুটবল উৎসবে মেতেছেন ভক্তরা। সেটার ছাপ পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। লাল-সবুজদের হয়ে হামজার অভিষেকের এক মাসও হয়নি। এই সময়েই ফেসবুকে এক মাইলফলক স্পর্শ করেছেন ২৭ বর্ষী এই ফরোয়ার্ড। ফেসবুকে তার অনুসারী সংখ্যা এখন এক মিলিয়ন বা দশ লাখ ছাড়িয়ে গেছে।


বিজ্ঞাপন


এমন ভালোবাসায় আপ্লুত ২৭ বছর বয়সি হামজা সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। নিজের ফেসবুক পেজে শেফিল্ড ইউনাইটেডের এই তারকা লিখেছেন, ‘ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।’

হামজা ফেসবুকে খুব বেশি যে সরব থাকেন, তা নয়। গত বছরের অক্টোবরে তিনি ফেসবুকে নিজের নামে পেজ খুলেন। এরপরও খুব বেশি আপডেট দিতেন না। তবে এবার বাংলাদেশে আসার পর নিজের ছেলেবেলার বেশ কিছু ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন হামজা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub