বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

পরীক্ষা ফেলে খেলতে যাওয়া অশিক্ষিত চিন্তাভাবনা: সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম চলতি মাসে শ্রীলঙ্কা সফরের জন্য এসএসসি পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটা কয়েকদিন ধরে আলোচনায়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে যেমন আলোচনার ঝড় উঠেছে, তেমনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ভেতরেও তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। তার এই সিদ্ধান্তকে কেউ কেউ ‘দেশের জন্য ত্যাগ’ হিসেবে দেখছে। তবে ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা তার এমন সিদ্ধান্তে বিব্রত।

জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন তামিমকে নিয়ে বলেন, ‘অনেকে মনে করছেন, দেশের জন্য ত্যাগ করেছে। এটা আসলে অশিক্ষিত চিন্তাভাবনা। এটা তো বিশ্বকাপ না যে এসএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাদ দেবে। একজন ক্রিকেটারের জন্য শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা না থাকলে শিখবে কী? যারা ওকে গাইড করেছে, তারা ঠিক করেনি। তাকে বোঝানো উচিত ছিল, পরীক্ষা দেওয়া জরুরি।’


বিজ্ঞাপন


এদিকে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুও তামিমের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘খুবই দুঃখজনক খবর। ছেলেটির উচিত ছিল পরীক্ষা দেওয়া। একটি সিরিজ মিস করলে কিছু আসত-যেত না। ক্যারিয়ার গড়তে হলে লেখাপড়া প্রয়োজন। ক্রিকেট ক্যারিয়ার হলেও হতে পারে, না-ও হতে পারে। ১৯৮৪ সালে আমি নিজে জাতীয় দলে ডাক পেয়েও পরীক্ষার জন্য খেলিনি। সাকিব আল হাসানও ২০০৮ সালে এইচএসসি পরীক্ষার জন্য এশিয়া কাপ খেলেনি।’

ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার গণমাধ্যমকে জানান, ‘কয়েক মাস আগেও সে জানিয়েছিল, এসএসসি পরীক্ষা দেবে। তখন তাকে সাধুবাদ জানিয়েছিলাম। এখন আবার বলছে, পরীক্ষা দেবে না, শ্রীলঙ্কায় খেলতে যাবে। বাবা-মাকে রাজি করিয়ে সিদ্ধান্ত বদলেছে। কে তাকে প্রভাবিত করেছে, জানি না।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন