রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

প্রতিপক্ষ কোচের নাক চেপে নিষিদ্ধ মরিনহো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ১১:৩১ এএম

শেয়ার করুন:

প্রতিপক্ষ কোচের নাক চেপে নিষিদ্ধ মরিনহো

কয়েকদিন আগে তুর্কি কাপে কোয়ার্টার ফাইনালে গ্যালাতাসারাইয়ের কাছে ২-১ ব্যবধানে হারের পর প্রতিপক্ষ কোচ ওকান বুরুকের নাক চেপে ধরেছিলেন ফেনেরবাচ কোচ হোসে মরিনহো। ঘটনায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পর্তুগিজ কোচ। পাশাপাশি আর্থিক জরিমানাও গুণতে হচ্ছে ৬২ বর্ষী মরিনহোকে।

গত ২ এপ্রিল তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে গ্যালাতাসারের কাছে হেরে বিদায় নিয়েছিল মরিনহোর ক্লাব ফেনেরবাচে। ম্যাচ হেরে মেজাজ ধরে রাখতে পারেননি মরিনহো। ফুটবলারদের মধ্যে চলা তর্কের মাঝে গ্যালাতাসারে কোচ ওকান বুরুকের নাক চেপে ধরেছিলেন মরিনহো। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন বুরুক।


বিজ্ঞাপন


এমন ঘটনায় ম্যাচের পরপরই বুরুক ও গ্যালাতাসারে মালিক তীব্র নিন্দা জানিয়েছিলেন। মরিনহোকে বড় শাস্তি দেওয়ার দাবিও তুলেছিলেন তারা। শেষ পর্যন্ত তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মরিনহো। এই তিন ম্যাচে ডাগআউট তো বটেই, দলের ড্রেসিংরুমেও প্রবেশ করতে পারবেন না তিনি।

শুধু নিষেধাজ্ঞা নয়, মরিনহোকে গুণতে হচ্ছে মোটা অংকের জরিমানাও। মরিনহোকে ২ লাখ ৯২ হাজার ৫০০ তুর্কি লিরা জরিমানা করা হয়েছে, যা প্রায় ৭ হাজার ৮০০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৯ লাখ টাকা।

মরিনহোর পাশাপাশি ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ফেনেরবাচের কোচিং স্টাফের সদস্য সালভাতোরে। প্রতিপক্ষের ফুটবলারদের অসম্মান করায় দেওয়া হয়েছে এই শাস্তি। গত ফেব্রুয়ারিতে এই গ্যালাতাসারের বিপক্ষে ম্যাচেই রেফারিদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মরিনহো।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর