রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

জোর করে শেয়ার আদায়, মাশরাফির বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ পিএম

শেয়ার করুন:

loading/img
মাশরাফি বিন মুর্তজা। ছবি: সংগৃহীত

জোর করে বিপিএলের শেয়ার আদায়ের অভিযোগে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সরোয়ার গোলাম চৌধুরী নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় মামলাটি করেন। মামলার বাদী যুক্তরাষ্ট্র প্রবাসী।


বিজ্ঞাপন


রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম।  তিনি ঢাকা মেইলকে বলেন, সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাসহ কয়েকজনের নামে এক ব্যক্তি মামলা করেছেন। মামলায় তিনি তার বিরুদ্ধে বিপিএলের শেয়ার জোর করে আদায়সহ বেশ কিছু অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখব। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, এই মামলায় সাতজনকে আসামি করা হয়েছে। পাঁচজনের নাম উল্লেখ করা হলেও দুজনকে অজ্ঞাত পরিচয় দেখানো হয়।

আরও পড়ুন

মাশরাফীসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা

মামলার অপর আসামিরা হলেন- হেলাল বিন ইউসুফ ওরফে শুভ, ইমাম হাসান, কে এম রাসেল ও বাবলু।


বিজ্ঞাপন


মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে তাকে জাতীয় সংসদের হুইপ করা হয়। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর জনরোষ মাশরাফির বাড়িতেও পতিত হয়। তার নড়াইলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জনতা। তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। 

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন