সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আগতদের সহায়তায় পথে পথে স্বেচ্ছাসেবী দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী অভিমুখে মানুষের ঢল নেমেছে। চারদিক থেকে হাজার হাজার মানুষ আসছে। আগতদের প্রয়োজনীয় সব সেবা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

শনিবার (১২ এপ্রিল) সবার সহযোগিতায় রাখা হয়েছে মেডিকেল ক্যাম্প, পানি ও শরবত বিতরণের গাড়িসহ আরও অনেক কিছু।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা ও টিএসসি এলাকার মূল গেটে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পানি ও শরবত বিতরণ করছে। বাংলাদেশ মেডিকেল কমিউনিটি, এনডিএফের চিকিৎসকরা মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। কেউ দিচ্ছে ফিলিস্তিনের পতাকা।

আরও দেখা যায় যায়, সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সব সড়ক কানায় কানায় ভরে গেছে। যান চলাচল স্থবির হয়ে পড়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

এছাড়া আস সুন্নাহ ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা রাস্তায় মানুষের চলাচল ও যানজট সৃষ্টি না হওয়ার লক্ষ্যে কাজ করছে। তারা জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে তাদের সেচ্ছাসেবীরা কাজ করছে।

এএসএল/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর