শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজাবাসীর পাশে থাকার বার্তা সোহরাওয়ার্দীতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

loading/img

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার বিরুদ্ধে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 'মার্চ ফর গাজা' কর্মসূচি শুরু হয়েছে। ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে পুরো এলাকা। সেখানে উপস্থিত হয়েছেন বিশিষ্টজনেরা। এই সমাবেশ থেকে তারা গাজাবাসীর পাশে থাকার বার্তা দিতে চান। এছাড়া বিশ্বমোড়লদের জানাতে চান- ‘গাজায় আর কোনো প্রাণ ঝরবে না।’

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মার্চ ফর গাজা পরবর্তী সমাবেশ। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালেক। শায়খ আহমাদুল্লাহ, মাওলানা মিজানুর রহমান আজহারীসহ আয়োজকরা ইতোমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, দুপুর দুইটার দিকে কানায় কানায় পূর্ণ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান, নেমেছে মানুষের ঢল। মানুষের ভিড় রয়েছে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলিস্তান, দোয়েল চত্বর, রমনা পার্ক, মৎস্য ভবন মোড়, হাইকোর্ট ভবন ও নিউমার্কেটসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা। ঢাকার বুকে যেন একখণ্ড ফিলিস্তিন।

RRR

সবার কণ্ঠে স্লোগান। তারা বিশ্ব নেতাদের কাছে বার্তা পৌঁছে দিতে চান- স্বাধীন হবে ফিলিস্তিন, বন্ধ হবে গণহত্যা। দল, মত, পথ নির্বিশেষে সবাই যোগদান করেছেন মার্চ ফর গাজায়।

জানতে চাইলে নারায়ণগঞ্জ থেকে মার্চ ফর গাজায় আসা বেসরকারি চাকরিজীবী শাহিদুল আলম বলেন, গাজায় ইসরায়েলের যে গণহত্যা চলছে, সেটি কোনোভাবে মানা যায় না। এখন বিশ্বমোড়লরা গেল কোথায়? গাজার গণহত্যা সহ্য করার মতো নয়। কোনো সুস্থ মানুষ এই বর্বরতা মেনে নিতে পারে না। তাই নিজ থেকে প্রতিবাদ ও গাজাবাসীর প্রতি সংহতি জানাতে এসেছি।


বিজ্ঞাপন


TT2

শুধু ঢাকা কিংবা ঢাকার আশেপাশের জেলার নয়, সারাদেশ থেকে ছুটে এসেছেন সর্বস্তরের মানুষ। শিক্ষক সায়েদুল ইসলাম এসেছেন চট্টগ্রাম থেকে, তার সঙ্গে ঢাকা মেইলের কথা হয় সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। তিনি জানান, তার এলাকা থেকে মার্চ ফর গাজাতে অংশগ্রহণ করতে পাঁচটি বাস এসেছে।

জানতে চাইলে সায়েদুর রহমান বলেন, মার্চ ফর গাজার মাধ্যমে বিশ্ব নেতা ও বিশ্ববাসীকে মেসেজ দিতে চাই, গাজাবাসী একা নয়, তাদের সাথে সারাবিশ্বের মানবতাবাদী মানুষ আছে। ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে হবে, ফিলিস্তিন স্বাধীন করতে হবে।

এসএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

এই ক্যাটাগরির আরও খবর