গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন দলমত নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষ। মতভেদ ভুলে দেশের বরেণ্য আলেম, বিভিন্ন দরবারের পক্ষ থেকেও সমর্থন জানিয়ে সবাই এক কাতারে এসে গণহত্যার প্রতিবাদ জানানোর কথা বলেছেন। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা দরবারের পীর শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন এই কর্মসূচিতে সমর্থন দিয়ে ভক্ত-মুরিদদের জন্য বার্তা দিয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির বলেছেন, আমরা গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও হতাশার সাথে লক্ষ্য করছি যে দখলদার ইসরায়েল সরকার বিশ্ব জনমতের কোন প্রকার তোয়াক্কা না করে নিরস্ত্র ফিলিস্তিনি মুসলিম জনতার ওপর নির্বিচারে বোমা হামলা করে নারী ও শিশুসহ অগণিত মানুষকে হত্যা করে চলেছে। তাদের এ বর্বরোচিত হামলা থেকে স্কুল, হাসপাতাল এমনকি মসজিদও রেহাই পাচ্ছে না। দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর যদিও একটি যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছিল, কিন্তু তার দ্বিতীয় ধাপ শুরু হবার পূর্বেই নেতানিয়াহু সরকার একতরফা ভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা অব্যাহত রেখেছে। এমতাবস্থায় বিশ্বময় শান্তিকামী মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। দেশে দেশে চলছে বিক্ষোভ প্রতিবাদ ও ইসরায়েলি পণ্য বর্জনের আহবান।
শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেন, আমরা বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর ব্যানারে ইতোমধ্যে প্রতিটি উপজেলা, জেলা ও মহানগরে বিক্ষোভসমাবেশ ও মানববন্ধন বাস্তবায়ন করার কর্মসূচি প্রদান করেছি, যা এখনও অব্যাহত আছে। একই ইস্যুতে PALESTINE SOLIDARITY MOVEMENT আয়োজিত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ‘মার্চ ফর গাজা’ আহবান করা হয়েছে। আমি বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন অত্র জাতীয় ও আন্তর্জাতিক অভিন্ন ইস্যুতে পূর্ণ সমর্থন ব্যক্ত করছি।
বার্তায় তিনি বলেছেন, ছারছীনা দরবারের খেলাফা, মুরীদীন, মুহিব্বীন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিবুল্লাহ্, আইম্মায়ে হিবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর সব নেতা ও কর্মী এবং আপামর মুসলিম জনতাকে সদলবলে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণ করতে আহবান জানাচ্ছি।
বিইউ/এমএইচটি