শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

যাত্রীদের চাপে শাহবাগ মেট্রো স্টেশনে হ য ব র ল অবস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img
শাহবাগ স্টেশনে যাত্রীদের প্রচণ্ড চাপ। ছবি: ঢাকা মেইল

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ মানুষের জমায়েত হয়। কর্মসূচি শেষে মানুষের তীব্র চাপ পড়েছে শাহবাগ মেট্রো স্টেশনে। মানুষের চাপে বাধ্য হয়ে টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এছাড়া স্বয়ংক্রিয় গেটের ধীরস্থিরতায় মানুষের তীব্র জটের সৃষ্টি হয়।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় শাহবাগ স্টেশনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।


বিজ্ঞাপন


যাত্রীরা জানান, তারা নিয়মিত চালাফেরা করেন মেট্রোতে। আজ এই স্টেশনে চাপ হবে জানা ছিল। কিন্তু তারপরও অতিরিক্ত ব্যবস্থা বা লোকবল নেয়নি কর্তৃপক্ষ৷ এতে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেন।

সরেজমিনে দেখা যায়, পুরো প্ল্যাটফর্মে মানুষের পা ফেলার জায়গা নেই। কেউ টিকিট কেটে আবার কেউ টিকিট না কেটেও প্ল্যাটফর্মে প্রবেশের চেষ্টা করছেন। স্বয়ংক্রিয় গেটে মানুষের ভিড়ে এক পর্যায়ে টিকিট ছাড়া সবার প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ।

dhaka1

নুরুল ইসলাম নামের এক যাত্রী বলেন, এই স্টেশনে চাপ হবেই। কিন্তু অতিরিক্ত জনবল কেন নিয়োগ দেওয়া হয়নি সেটা জানতে চাই। আমরা নিয়মিত যাতায়াত করি। আমাদের যে ভোগান্তি হচ্ছে সেটার দায় সম্পূর্ণ কর্তৃপক্ষের।


বিজ্ঞাপন


টিকিট না কেটে প্রবেশ করেছেন তানভীর নামের একজন যাত্রী। তিনি বলেন, টিকিট কাটার জন্য লাইনে ছিলাম। পরে শুনি আজ ফ্রি। তাই আর টিকিট না কেটে প্ল্যাটফর্মে চলে এসেছি।  

এএসএল/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর