শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

মার্চ ফর গাজা: ঢাকার বাইরে থেকে আসা মুসল্লিদের বিশ্রামাগার রমনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীতে ছুটে এসেছেন দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা ও সাধারণ মানুষ। দীর্ঘ সফরের ক্লান্তি দূর করতে এবং কর্মসূচির শুরুর আগ পর্যন্ত শাহবাগের আশপাশের নানান জায়গায় বিশ্রাম নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা। তাদের একটা বড় অংশকে রমনা পার্কে বিশ্রাম নিতে দেখা গেছে।

শনিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রমনা পার্কে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখতে পাওয়া যায়।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, এদিন ভোর সকাল থেকেই পার্কের বিভিন্ন জায়গায় দেখা গেছে জটলা। কেউ কেউ ফজরের নামাজ আদায় করে এখানে এসে বিশ্রাম নিচ্ছেন। কেউ পার্কে রাখা বেঞ্চে শুয়ে আছেন আবার অনেকে জটলা করে ছাউনির নিচে শুয়ে ঘুমিয়ে আছেন। কেউবা গাছতলায় ঘুমিয়ে নিচ্ছেন কিছুক্ষণ।

ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা সাদেকুল ইসলাম মিয়াদ বলেন ঢাকা মেইলকে বলেন, ‘ফজরে এসে নেমেছি। তারপর বায়তুল মোকাররমে নামাজ পড়ে এখানে এসে বিশ্রাম নিচ্ছি। সময় হলে ভেতরে যাব। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ করতে এখানে আসা’। 

ঠাকুরগাঁও থেকে আসা কলেজছাত্র ফয়সাল বলেন, ‘গতরাতেই বাসে চড়ে রওনা দিয়েছি। এখন একটু বিশ্রাম নিচ্ছি, সময় হলে প্রতিবাদ করতে মিছিলে যোগদিয়ে ভিতরে যাব’।

পার্কের নিরাপত্তা রক্ষীরা জানান, সাধারণত ছুটির দিনগুলোতেই ভিড় বেশি থাকে। তবে আজকের উপস্থিতি ব্যতিক্রম। সকাল থেকেই সাধারণ মানুষেরের আনাগোনা। তাদের সবাইকে দেখে মনে হচ্ছে তারা সবাই ঢাকার বাইরে থেকে এসেছেন। সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


বিজ্ঞাপন


প্রতিবাদমুখর এ কর্মসূচির প্রতি জনগণের ব্যাপক সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরই প্রতিচ্ছবি যেন এই দৃশ্য। একদিকে যেমন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের প্রস্তুতি, অন্যদিকে তেমনি নগরজীবনের কোলাহল থেকে সাময়িক মুক্তিরও উপলক্ষ হয়ে উঠেছে রমনা পার্ক।

আয়োজকরা জানিয়েছেন, দুপুরের দিকে অংশগ্রহণকারীরা সেখান থেকে সুসজ্জিত মিছিলে যোগ দেবেন এবং নির্ধারিত রুট ধরে অগ্রসর হবেন কর্মসূচির মূল স্থানের দিকে।

এমএইচএইচ/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

এই ক্যাটাগরির আরও খবর