শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

আকাশপথে কক্সবাজার ও ঢাকামুখী যাত্রীর চাপ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৫, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

ঈদুল ফিতরের তৃতীয় দিনে আকাশপথে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীচাপ আছেন পর্যটন নগরী কক্সবাজারেও। আগাম যারা টিকিট কেটেছিলেন তারাই আজ দিনভর যাতায়াত করছেন।

বুধবার বিকেলে এয়ারলাইন্স সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


এবার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি মিলেছে। আগামী সপ্তাহে অফিসগুলো খুলবে। লম্বা ছুটি পেয়ে গ্রামে যাওয়া অনেকে আজ ফিরে আসছেন ঢাকায়। আবার কেউ কেউ ঢাকায় ফিরে ঘুরতে যাচ্ছেন কক্সবাজারে।

দেশের অন্য জেলাগুলো থেকে সরাসরি কক্সবাজার রুটে ফ্লাইট না থাকায় কেউ কেউ প্রথমে ঢাকা এসে পরে ফ্লাইট বদলে কক্সবাজার যাচ্ছেন। সবমিলে আজ আকাশপথে ঢাকায় ফেরার চাপ আছে। উত্তরের জেলা সৈয়দপুর ও রাজশাহী থেকে বিমানে ঢাকায় ফেরার বেশি তাড়া লক্ষ্য করা গেছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, আমাদের কক্সবাজার ‍রুটে আজ বাড়তি ফ্লাইট নেই। এরপরও যাত্রী চাপ রয়েছে। তবে ঢাকায় ফেরার যাত্রীর চাপ রয়েছে।

ঈদ পরবর্তী সময়ে এবার কক্সাবাজার রুটেও বাড়তি ফ্লাইট চালাচ্ছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।


বিজ্ঞাপন


এমআইকে/এমআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub