বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজীপুরে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৭:২৫ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুরের কালীগঞ্জে ঢাকা-সিলেট রেল রুটের দেওড়াপাড়া এলাকায় রেলসেতুর নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে রেলসেতুর নিচে বালুর ওপর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। তার পরনে পেস্ট কালারের ফুল হাতা জার্সি ও নীল কালারের ট্রাউজার ছিল।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন